সুরে সুরে সুর মায়া

210

শাহিন আলম সরকার

তোমার চোখে আমার, যদি চোখ পড়ে।
আনন্দে হৃদয় যেন, ছেয়ে যায় জুড়ে।
হাসি দেখে ফুল ফোটে, মধু যেন মুখে।
ভোমরের বেশে যেন, দিন কাটে সুখে।
চলাফেরা ভাল যেন, কথা মন্দ নয়।
সুখ লাগে তাই যেন, ভেবে গো তোমায়।
তোমায় বুকের মাঝে, রাখি যতœ করে।
তোমার যত বেদনা, দিও সব মোরে।

কেনো এত লাগে ভাল, মোর চিত্ত জুড়ে।
তোমার দেয়া গোলাপ, মন যেন কাড়ে।
সুরে সুরে সুর মায়া, বুকে গেঁথে রয়।
ভালবাসা বুকে এসে, যেন জমা হয়।
একদিন না দেখলে, ঘুম হারা মন।
বুক যেন শূন্য লাগে, পাথর নয়ন।