টেকনাফ অভিমুখী রোডমার্চ পন্ড, ফিরে এলো রশিদপুর থেকে

61

স্টাফ রিপোর্টার :
আড়াইশ’ গাড়ির অনুমতি না থাকায় মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার প্রতিবাদে দক্ষিণ সুরমা হতে Road mach-1টেকনাফ অভিমুখে রোডমার্চ পুলিশি বাধায় রশিদপুর থেকে ফিরে এসেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশি বাধার মুখে পন্ড হওয়া নিয়ে হিউম্যানিটি ফর রোহিঙ্গা সংগঠনের ব্যানারে টেকনাফ অভিমুখে রোড মার্চ ঢাকা সিলেট মহাসড়কে বিশ্বনাথের রশিদপুরে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়।
তবে সংগঠনের ত্রাণের গাড়ি টেকনাফ যাওয়ার অনুমতি দিলেও রোডমার্চের আড়াইশ গাড়ির অনুমতি দেয়নি পুলিশ। এক পর্যায়ে রোডমার্চের আয়োজকদের পুলিশের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে সেখান থেকে রোডমার্চ সমাপ্ত ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান মওলানা শাহীনুর পাশা।
এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর প্রবেশদ্বার হুমায়ূন রশিদ চত্বর থেকে রোড মার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টায় যাত্রা করে গাড়ি বহর। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন হত্যার প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে হিউমিনিটি ফর রোহিঙ্গা সংগঠনের উদ্যোগে খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী মোনাজাতের মাধ্যমে রোড মার্চের উদ্বোধন করেন।
রোডমার্চ যাত্রার প্রাক্কালে হুমায়ুন রশীদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রোডমার্চের প্রধান সমন্বয়কারী মাওলানা মুহিউল ইসলাম বুরহান। এ সময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সমন্বয়কারী লে: কর্ণেল (অব:) আতাউর রহমান পীর, রোডমার্চ বাস্তবায়ন কমিটি সিলেট মহানগরের সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ মাওলানা লোকমান আহমদ খান, হিউম্যানিটি ফর রোহিঙ্গার সমন্বয়কারী মাওলানা মশাহিদ দয়ামেরী, সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর, ইউকে জমিয়ত নেতা মাওলানা শাহ হিফজুল করিম মাশুক, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মুহাম্মদ রুহুল আমীন নগরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মাওলানা তালেব উদ্দিন, মাওলানা আফছর উদ্দিন, মাওলানা আব্দুল হাফিজ, মিডিয়া সেলের সদস্য মাওলানা কবির আহমদ খান, ছাত্র জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ রাজি, আলহাজ¦ জুবায়ের আল মাহমুদ, মাওলানা মোস্তাক গাজী নগরী, মাওলানা মনজুরে মওলা, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র আয়েশ আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা মুফতী ফয়জুল হক, মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, মাওলানা আছলাম রহমানী, মাওলানা ইলিয়াস, মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুখতার হোসাইন, এম বেলাল আহমদ, ওলিউর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা মাসউদ আজহার, মাওলানা আনোয়ার পাশা, মুফতি মতিউর রহমান, মাওলানা হাসমত উল্যাহ খান, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মনজুর আহমদ, আলহাজ¦ ইকরামুল আজিজ প্রমুখ। রোডমার্চ নিয়ে বিশেষ সংগীত পরিবেশন করেন আব্দুল করিম দিলদার ও সুফিয়ান বিন। মোনাজাত করেন শায়খে ইমামবাড়ীর ছাহেব যাদা মাওলানা ইমদাদুল্লাহ।
রোডমার্চের আহ্বায়ক ও হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের চেয়ারম্যান, সাবেক এমপি এডভোকেট মওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, গতকাল দুপুর ১২টায় দিকে দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টে গেলে পুলিশ বাধা দিয়ে আমাদের ফিরিয়ে দেয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে থাকায় আমাদের রোডমার্চ করে টেকনাফে দেওয়া হয়নি। এই রোডমার্চ সফলে গত কয়েকদিন থেকে সিলেটে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন আয়োজক সংগঠনের নেতাকর্মীরা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, রোডমার্চ সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথ উপজেলার রশিদপুর পর্যন্ত যেতে দেওয়া হয়। সেখানে রোর্ডমার্চ আটকানো হয়েছে। তাই রোডমার্চ করার কোন অনুমতি নেই বলে জানান তিনি।