এফআইভিডিবি’র উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

47

এফআইভিডিবি নির্বাহী পরিচালক যেহীন আহমদ বলেছেন, দেশে বর্তমানে শিক্ষার প্রসার ঘটেছে। দেশের মানুষ তার ছেলে-মেয়েদেরকে লেখা-পড়াতে আগ্রহী। সরকারও আর্ন্তজাতিক মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে। এফআইভিডিবিও দেশে শিক্ষার ব্যবস্থার আধুনিকায়নে  ও শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে।
সোমবার দুপুরে সিলেট সদর খাদিমনগরে এফআইভিডিবির হলরুমে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের ব্যবস্থাপনায় ও পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহয়তায় শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এফআইভিডিবির গ্র“প মেম্বারদের পরিবারের ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ৪-৪.৯৯ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার টাকা করে ৬৬ জনকে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এফআইভিডিবির সমন্বিত আর্থিক সেবা কর্মসূচির পরিচালক রুহেল কবির, এফআইভিডিবির প্রাথমিক শিক্ষা কর্মসূচির পরিচালক শিরিন আক্তার। বিজ্ঞপ্তি