চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বৃটিশ এমপি অ্যানে মেইন ॥ প্রবাসী বাংলাদেশীরা বৃটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন

50

১৭ সেপ্টেম্বর রবিবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর উদ্যোগে বৃটেন থেকে আগত কনজারভেটিভ Conservative Friend of Bangladeshফ্রেন্ড্স অব বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দের সাথে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও বৃটিশ এমপি অ্যানে মেইন বলেন, প্রবাসী বাংলাদেশীগণ বৃটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। শুধু ব্যবসা-বাণিজ্য নয় বৃটেনের রাজনীতিতেও বাংলাদেশীদের ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশকে অপার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনশক্তি ও বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশকে শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করা সম্ভব। তিনি আরো বলেন, বৃটিশ সরকার বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। তিনি কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সভায় তুলে ধরেন। এছাড়াও তিনি নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় ও তাদের সহযোগিতা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও বৃটিশ এমপি মিঃ পল স্কালি, মিঃ উইল কুইন্স এমপি, সিএফওবি’র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক চৌধুরী, মেছবাহ উদ্দিন, প্রতিনিধিদলের সদস্য পারভিন হাসান, সৈয়দ শাহিন হোসেন, আনজেনারা হক, আব্দুল কাদির, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, স্কলার্সহোমের হেড অব একাডেমিক কাউন্সিল ড. কবির এইচ চৌধুরী, প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জুবায়ের সিদ্দিকী, আল-হারামাইন হসপিটালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এ টি এম ইব্রাহিম, সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, নুরুল ইসলাম, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, ফালাহ্ উদ্দিন আলী আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য মাহবুবুল হক চৌধুরী, জুবের আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় প্রেস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি