মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে আলোকিত দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ পরিষদের মানববন্ধন

43

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে আলোকিত দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দক্ষিণ সুরমায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মাওলানা আমীন আহমদ রাজুর সভাপতিত্বে পরিষদের অন্যতম সদস্য মাওলানা সালমান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ¦ মাওলানা এমরান আলম  বলেন, আরাকান রাজ্য হতে মুসলমানদের বিতাড়িত করতে পরিকল্পিত গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব কায়েম করছে। তিনি আরো বলেন, শুধু বিক্ষোভ করলে হবে না, বিশ^ নেতৃবৃন্দকে আরাকান স্বাধীন করতে সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা মুসলমানদের বর্তমান ভয়াবহ পরিস্থিতি জোরালোভাবে তুলে ধরতে হবে। মিয়ানমার মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। বক্তারা বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে লুটপাট বন্ধ করা এবং আগ্রহী ব্যক্তি সংগঠন সমূহকে স্বাধীনভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সরকারকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান ও বিশে^র বিভিন্ন দেশ থেকে আগত ত্রাণ সামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে বন্টন করার আহবান জানানো হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এম. সিরাজ উদ্দিন, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা ফাহাদ আমান, বিশিষ্ট সমাজসেবক মাওলানা রিয়াজ আল মামুন, মুফতি মাওলানা মাহবুবুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মুক্তার হোসাইন, সিলেটের ধ্বনী সম্পাদক সুলায়মান আহমদ হুজাইফা, শাহ এখলাছুর রহমান সুমন, নিজাম উদ্দিন চৌধুরী, জাকারিয়া খান, মাওলানা জিরান আহমদ, আদনান ফেরদৌস, নাঈম আহমদ, হাসান আহমদ, নাহিদ আহমদ, ছানি আহমদ, মোস্তাফিজুর রহমান, লাবলু আহমদ, নাছিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি