ডাকাতি ও চাঁদাবাজীর মামলার ২ আসামী গ্রেফতার

39

স্টাফ রিপোর্টার :
খাদিমপাড়া ও নগরীর সুবিদবাজার থেকে ডাকাতি এবং চাঁদাবাজীর মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- খাদিমপাড়া ইউনিয়নের আল বারাকা (বহর কলোনী) গ্রামের বাসিন্দা আমিন মিয়া (৫০) ও নগরীর বনকলাপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে জালাল উদ্দীন। গতকাল রবিবার পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে বলে জানা গেছে।
র‌্যাব-পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব’৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তি খাদিমপাড়া এলাকার সুচনা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমিন মিয়াকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। আমিন মিয়াকে এসএমপির শাহ্পরাণ (র.) থানায় হস্তান্তরের পর গতকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এদিকে গত শনিবার সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজীর মামলায় জালাল উদ্দীন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, জালাল উদ্দীন সুবিদবাজার এলাকার একটি বাসার কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। বাসার মালিক আব্দুল আজিজ শনিবার তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে জালাল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।