তুমি বীর, তুলো শির

78

আশফাক জুনেদ

মুসলিম তুমি, কাঁদে না মন তোমার
মুসলিম নির্যাতনে,
শকুনের ভয় ভর করেছে
কি! তোমার প্রাণে।

তোমার ভিতরে নেই কি শক্তি
আলী ওমরের মত,
করোনা কেনো বিনাশ তাদের
কাফির আছে যত।

তুমি মুসলিম, তুমি সিংহপুরুষ
তুমি সংগ্রামী  বীর,
তবে কেনো আজ তুমি
করেছো ভয়ে নত শির।

তোমাকে জাগ্রত করো
গর্জে উঠো বাঘ্রের ধ্বনিতে,
কাপুরুষ,কাফির,মুনাফিকেরা
পালাবে তোমার ভয়েতে।

তোমার চোখে কি পড়ে না
তোমার ভাইয়ের গলা কাটা লাশ,
তাদের কান্নায় কম্পিত আজ স্বর্গ পাতাল আকাশ।
তাদের আহাজারি শুনেও তুমি কেনো  থাকো নিশ্চুপ,
তবে আরও হিংস্র হয়ে প্রকাশ পাবে
মানবতা বিধ্বংসীদের রূপ।

তুমি একবার হুংকার তুলে এসো রাজপথে,
দেখবে লাখো জনতা  আছে তোমার সাথে।
তারপরও ভয় পাও যদি প্রতিবাদে
জীবন যাওয়ার ডরে,
মুসলিম নয় তুমি, থাকো চুড়ি পরে ঘরে।