নিজেরই মধ্যে

30

শরীফ আহমাদ

নিজেরই মধ্যে সৃষ্টি আমার নিজেরই মধ্যে ক্ষয়
নিজেরই মধ্যে জন্ম আমার নিজেরই মধ্যে লয়।

নিজেরই মধ্যে ছুটছি কেবলই বিশ্বজগৎময়
নিজেরই মধ্যে ডুবছি কেবলই অতলসিন্ধুজয়।

নিজেরই মধ্যে নিঃস্ব হচ্ছি পুণ্য হতেছে শূন্য
নিজেরই মধ্যে বিশ্ব গড়ছি আসলে সকলই ক্ষুণœ।

নিজেরই মধ্যে আয়ুর শিকড় কাটছি কেবলই কাটছি
নিজেরই মধ্যে বাহন ফেলে যে অন্ধ পথেই হাঁটছি।

নিজেরই মধ্যে যুদ্ধ আমার সকল অষ্টপ্রহরে
নিজেরই মধ্যে বিজয়ী, বিজীত, শহীদ, ভন্ড স্বকরে।

নিজেরই মধ্যে স্বর্গ আমার প্রতি পলে পলে গড়ছি
নিজেরই মধ্যে নরকে পুড়ছি,নিজেকে নিঃস্ব করছি।

নিজেরই মধ্যে দেখছি নিজেকে বিষের বৃক্ষ যেন সে
নিজেরই মধ্যে ফুল যে ফোটাই কাঁটায় কাঁটায় ভরা যে।

নিজেরই মধ্যে রক্তক্ষরণ  পান্ডু হচ্ছে এ হৃদয়।
নিজেরই মধ্যে নিজেই সেবক নিজেকে করছি শুধু ক্ষয়।

নিজেরই মধ্যে পুড়ছি নিজেকে অঙ্গ হচ্ছে কালোময়
নিজেরই মধ্যে উড়ছি শূন্যে পাখার পালক শুধু ক্ষয়।

নিজেরই মধ্যে স্রষ্টা সাজাই ভ্রষ্ট সকল প্রহরে
নিজেরই নিজেকে গড়ছি ভুলেই পড়ছি অতল গহ্বরে।