ছাত্রদলের আলোচনা সভা ॥ গণতন্ত্রের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন শহীদ জিয়ার পরিবার

53

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু বলেছেন- তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই দেশপ্রেমিক জনতা সফল হতে দিবে না। শহীদ জিয়া এদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন আর গণতন্ত্রের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন শহীদ জিয়ার পরিবার। অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী বাকশালী সরকারের ষড়যন্ত্রের ফসল ১/১১ এর মঈন-ফখর উদ্দিন সরকার বিএনপি পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাগারে আটকে রেখে নির্যাতন চালিয়ে জিয়া পরিবার ধ্বংস করার চেষ্টা করে যা বিপ্লবী জনতা সফল হতে দেয় নি। তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধকালীন একমাত্র  ব্রিগেড কমান্ডার মেজর জিয়া ও পরবর্তীতে লে: কর্ণেল জিয়াউর রহমান’র  বীরত্বগাঁথা যুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতি ও  মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠার কথা ছড়িয়ে দিতে হবে নব  প্রজন্মের মাঝে তিনি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায়  জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর ছাত্রদল নেতা শিহাব খাঁন’র সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সেলিম মিয়া এবং মুক্তার আহমদ মুক্তারের যৌথ পরিচালানায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, মহানগর যুবদল নেতা মানিকুর রহমান মানিক, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়ার, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, মহানগর, ছাত্রদল নেতা উসমান গণি, রুনু আহমদ, আকবর উদ্দিন, শাহ আকাব উদ্দিন পলাশ, সুহেল রানা, আব্দুল আহাদ সুমন, শাবি ছাত্রদলের সভাপতি এম এ রাকিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আনহার খান রাজু, আব্দুল করিম স্বপন, রহমত হোসেন রকিব, ইমন আহমদ, ইকবাল আহমদ, সুমন আহমদ নিশা, মিটু কাপালী, সাঈদুর রহমান সাঈদ, মাহবুবুল আলম সৌরভ, ইসমাইল হোসেন তালুকদার সাগর, আফজল হোসেন, আব্দুল আজিজ, মো. ইলিয়াস আলী, মিনহাজুল আলম, শাহিন আহমদ, কামরুজ্জামান রুমান, সায়েদ আহমদ কাবেরী, জয়নু আহমদ জয়, আতিকুর রহমান ফয়সল, হাজী মাইদুল, জুয়েল আহমদ, বেনু পাল, বেলাল আহমদ, তারেক আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ চৌধুরী, সুমন আহমদ অপু, রুবেল আহমদ, মইনুল হাসান তালুকদার, রিপন আহমদ, নাজিব হোসেন, সুহেল আহমদ, নূরদ্দিন, ইমরান আহমদ, রাহি, শাহিন. মামুনুর রশিদ মামুন, কামরান উদ্দিন অপু, রাসেল আহমদ, রাজু আহমদ, আজমীর হোসেন, তারেক আহমদ, ইমন আহমদ ইমন, মিহাদ, শাকিব, জাহিদ, নাদিম, সাদিক, শাকিব, পারভেজ, সুহাগ, গনেন, শিপন, জাফর আহমদ, টিংকু, রাজন, তাহের, সাব্বির, সাইদুর, লাহিন, আব্দুস ছামি প্রমুখ। বিজ্ঞপ্তি