রোহিঙ্গাদের সাহায্যার্থে তালামীযে ইসলামিয়ার কাপড় সংগ্রহের কর্মসূচি

49

অন্ন বস্ত্রহীন রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন-পুরাতন কাপড় সংগ্রহের কর্মসূচি দিয়েছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী। রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গত দুদিন ধরে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাদের মানবেতর জীবন দেখে তিনি সিলেটের তালামীয কর্মীদের প্রতি এ কর্মসূচি দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের সকল উপজেলায় তালামীয কর্মীরা সর্বস্তরের মানুষের কাছ থেকে নতুন-পুরাতন কাপড় সংগ্রহ করবেন। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সিলেট বিভাগীয় কার্যালয়ে জমা দেবেন। এবং পরে তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি