জে.এস.ডির সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান হিরণ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

62

বিশিষ্ট রাজনীতিবিদ লেখক, গবেষক জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এস.ডির আজীবন সাধারণ সম্পাদক সৈয়দ Habibur Rahman Picহাবিবুর রহমান হিরণের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। সোমবার বাদ জোহর সৈয়দ হাবিবুর রহমান হিরণের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দরগায়ে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ও পরে মাজার সংলগ্ন কবর জিয়ারত করা হয়। পরে দরগা সংলগ্ন একটি রেষ্টুরেন্টে জেএসডির জেলার সাবেক যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম চৌধুরী নাজলুর সভাপতিত্বে মানবাধিকার ও সমাজকর্মী সফিকুর রহমান সফিকের পরিচালনায় বক্তারা বলেন সৈয়দ হাবিবুর রহমান হিরণ সিলেটে ন্যায় দাবী আদায়ে আন্দোলনে সদা সক্রিয় থাকতেন। তিনি তার কর্মের মধ্যে আমাদের মাজে বেঁেচ থাকবেন। তিনি আজীবন সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। তার কর্ম তৎপরাতই সবার মাঝে তিনি বেঁচে রয়েছেন। সভায় বক্তব্য রাখেন বঙ্গবীর এম.এ.জি ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সাইদ আহমদ বহলুল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম এহিয়া, হাকিম মোঃ ছাদুল্লাহ, সাবেক ছাত্র নেতা তরুণ সমাজকর্মী শেখ সুহেল আহমদ কবির, সাবেক ছাত্র নেতা সৈয়দ বেলাল, ছালেহ আহমদ কর্ণেল, জামিউল ইসলাম তুরাণ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নুরুল ইসলাম চৌধুরী নাজলুকে আহবায়ক ও হাকীম মোঃ ছাদুল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সৈয়দ হাবিবুর রহমান হিরণ স্মৃতি সংসদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি