মিয়ানমারের মুসলিম হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন সিলেটের বিক্ষোভ মিছিল

28

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জাতিগোষ্ঠির বিরুদ্ধে গণহত্যা বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব Islami Andoulon Zila Pic 11.09.17দিতে নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা পর্যন্ত বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতনে ও হত্যাযজ্ঞোর প্রতিবাদ জানিয়ে কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারের মুসলমানদেরকে নাগরিক অধিকার সহ সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। মিয়ানমার সামরিক জান্তা সরকার বাড়ি ঘর জ¦ালিয়ে-পুড়িয়ে ছোট শিশুদের গলাকেটে নির্মম ভাবে হত্যা করছে অথচ সুচির হৃদয় কাপন লাগেনা। এ জাতীয় সংকট নিরসনে বাংলাদেশকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গদাদের শরণার্থীর মর্যাদা দিতে হবে। বাংলাদেশ সহ বিশে^র সকল মুসলিম দেশ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আগামীকাল ১৩ সেপ্টেম্বর বুধবার পীর সাহেব চারমোনাইয়ের নেতৃত্বে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচী সফল করার আহবান জানান।
ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ¦ নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ¦ ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি আলহাজ¦ নজির আহমদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি সুহেল আহমদ, মহানগর সভাপতি শিহাব উদ্দিন সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি