ময়মনসিংহে আহমদ হাসান চৌধুরী ফুলতলী ॥ কুরআনের আলোয় সমাজকে আলোকিত করতে হবে

78

লতিফিয়া কারী সোসাইটি বৃহত্তর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বিশুদ্ধ কুরআন শিক্ষায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর অবদান শীর্ষক সেমিনার গত ৯ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহকারী অধ্যাপক ও সুপ্রিমকোর্ট মাযার জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন,
আল্লাহ তাআলা যাকে কুরআনের শিক্ষা দান করেছেন তিনি একজন আলোকিত মানুষ। তার দায়িত্ব হলো কুরআনের শিক্ষায় সমাজকে আলোকিত করা। কুরআনের শিক্ষাকে সমাজ জীবনে বাস্তবায়ন করা।
সভায় তিনি বিশুদ্ধ কুরআন তিলাওয়াতকে একটি আমানত উল্লেখ করে বলেন- আমাদের দায়িত্ব হলো এ আমানতকে যথাযথ ভাবে রক্ষা করা।
বৃহত্তর ময়মনসিংহ ক্বারী সোসাইটির দায়িত্বশীল মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ময়নুল ইসলাম পারভেজ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, লালকুটি দরবারের পীরজাদা শাহ খাজা মোঃ মিছবাহুল মোকাররাবিন আল মুজাদ্দেদী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজির আহমদ হেলাল, ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার পরিচালক ড. ওমর ইবেন হাসান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওছার আহমদ, রাঘবপুর রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও ময়মনসিংহ জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সহ সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন, সালাম আবাদ দরবার শরীফের খলিফা ও ইশ্বরগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দিন আনসারী,  মাওলানা শহীদ উল্লাহ পাটান মুজাদ্দেদী, রাঘবপুর রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হযরত আলী। বিজ্ঞপ্তি