ছাতকে ১১টি সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

58

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ১১টি সামাজিক সংগঠনের উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের মূল উদ্যোগ গ্রহণ করার পর সমর্থন জানায় অন্য ১০টি সামাজিক সংগঠন। হৃদয়ে গোবিন্দগঞ্জের সভাপতি মাওলানা আখতার আহমেদের সভাপতিত্বে ও আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক হাফেজ রফিকুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, খুরমা উত্তর ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কেএম মোশাহিদ আলী, বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি ও সাবেক মেম্বার ছাইম উদ্দিন, আলো ব্লাড সোশ্যাল ফাউন্ডেশনের সভাপতি মুহিবুর রহমান সুহান, হৃদয়ে গোবিন্দগঞ্জের যুগ্ম আহবায়ক প্রফেসর নুর আহমদ, দিঘলী আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা আবুল ফজল নোমান, সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজে ছাতক উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আবু সাঈদ মাহমুদ, গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিটির উপদেষ্টা মাস্টার পঙ্কজ দত্ত, নব-জাগরণ সমাজ কল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক মাস্টার আমিরুল ইসলাম, বিলপার অগ্রণী ধূমপান-মুক্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুফতি ফয়জুল হক, গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির নুর আহমদ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সায়েম আহমদ, গোবিন্দনগর বহুমুখী সমাজ কল্যান সংস্থার সভাপতি রাজু আহমেদ, আল-মদিনা সমাজ কল্যাণ সংস্থার রুবেল আহমদ, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি অনার্স কলেজের ছাত্র জায়েদ আহমদ, মদন-মোহন কলেজের ছাত্র তন্ময় চৌধুরী। এ সময় মাস্টার আবদুল বাছিত, শাবিপ্রবির ছাত্র সানোয়ার আহমদ, জোনাব আলী ইসলামী একাডেমী তেরাপুর’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এম এ সালাম, আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের সহ-সভাপতি উজ্জল দত্ত, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহ-আলম, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সহ-অর্থ সম্পাদক হাসান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফজাল আহমদ, সহ-ফজলুল করিম সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আহমদ ও সহ-আহবাব হোসেন সানি, সদস্য ইসমাইল হোসেন সানি, মুহিবুল ইসলাম রেজা, আহসান আহমদ, মনোয়ার আহমদ, তানবীর আহমদ, উত্তর খুরমা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি বদর উদ্দিন, তাজুল ইসলাম, আসক আলীসহ এলাকার গণ্য্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।