সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান – বিভাগীয় কমিশনার

89

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে প্রধান DSC_0360অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নারী নির্যাতন সহ ঘৃণিত অপরাধ সমূহ দূর করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজকে জাগ্রত করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন- সরকার ধর্ষণ, নারী নির্যাতন সহ সমস্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে কাজ করছে। এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে হবে এবং সামাজিকভাবে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে হবে। তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিকভাবে পরিবর্তন আনতে নাট্য ও সংস্কৃতিকর্মী দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সম্মিলিত নাট্যপরিষদ, সিলেট বিভাগে এই কর্মসূচীকে ছড়িয়ে দিতে পারে। তিনি তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
গতকাল ৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন- সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, সাংস্কৃতিক সমাবেশে নাট্য পরিষদের মূল বক্তব্য উপস্থাপন করেন মুরারী চাঁদ কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন- সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। ইন্দ্রানী সেন শম্পার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই “জাগো নারী জাগো বহ্নিশিখা” উদ্বোধনী নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয় সিলেট। বিজ্ঞপ্তি