ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

20

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের অশাকাচর পয়েন্টে চরচৌরাই গ্রামের দু’ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর খুরমা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের ওয়াতির আলীর পুত্র সিএনজি চালক জুয়েল মিয়ার সাথে দুপুরে চরমহল্লা ইউনিয়নের চরচৌরাই গ্রামের মৃত কাচা মিয়ার পুত্র আনসার আলীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটি হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন বিষয়টি নিষ্পত্তি করে দেন। কিন্তু জুয়েলের আত্মীয় চরচৌরাই গ্রামের শাহ আলম তার পক্ষ নিয়ে প্রতিপক্ষ আনসার আলীকে গালিগালাজ করলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায়-দফায় সংঘর্ষে দু’পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
গুরুতর আহত আব্দুল গনি (৪৫), জুবের (২৮), এমরান (১৫), সিরাজ মিয়া (৫৫), হিরন মিয়া (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাব্বির (১৮), সমুজ আলী (৫০), মিলন আহমদ (৩০), সাইফ উদ্দিন (২৩), রিকতার (৩০), আইন উদ্দিন (৩১), আবুল হাসনাত (৫৫), আহমদ আলী (২০), সোহাগ (১৮), আঙ্গুর মিয়া (২০), মোহাম্মদ আলী (২৫), ইকবাল (২২), আব্দুস সামাদ (৩৫), সালেহ আহমদ (২৪), আব্দুল বারি (৬০), সৈয়দুর রহমান (৪৫), জায়েদ হোসেন (২০), আব্দুস সোবহান (২৫), আনোয়ার হোসেন (১৩)সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব।