২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে – শিক্ষামন্ত্রী

21

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ FB_IMG_15047035632442883শহীদের জীবন এবং জনগনের সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের জন্য বঙ্গবন্ধু যে ঘোষনা দিয়েছিলেন আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই লক্ষ্য অর্জন ও সাফল্যের পথে এগিয়ে চলেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই সাফল্য অর্জন করে চলেছি। বিশ্বে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির প্রসার বাংলাদেশের সফলতা উদাহরণ হিসেবে অনুকরণীয়। এ সময় শিক্ষামন্ত্রী আওয়ামীলীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও সুশৃংঙ্খল করার জন্য উপস্থিত নেতা কর্মীদের প্রতি আহবান জানান। বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বাঘা ইউপির দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বাঘা ইউপি ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্বাস উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ একেএম ফজলুল হক শিবলী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর ও বাঘা যুবলীগ নেতা কামরান আহমদ প্রমুখ।