গোলাপগঞ্জে র‌্যাবের অভিযানে মোটরসাইকেলসহ আটক ১

18

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে চোরাই মোটরসাইকেলের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। র‌্যাব-এর অভিযানে ৮লাখ টাকা মূল্যের 1 copy৬০০ সিসির একটি অবৈধ মোটরসাইকেলসহ একজন আটক হয়েছে। চোরাকারবারিরা এসব গাড়ী ব্যবহারের পাশা পাশি প্রকাশ্যে বিক্রিও করছে। রহস্যজনক কারণে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এ উপজেলার ১১টি ইউনিয়ন একটি পৌরসভায় কয়েক শতাধিক অবৈধ মোটরসাইকেল রয়েছে যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ পথে এসেছে।  গতকাল বুধবার বিকাল ৩টায় র‌্যাব-৯ এর অফিসার এসআই আহসান হাবিব সঙ্গীয় নিয়ে উপজেলার ঢাকাদক্ষিণ কানিশাইল এলাকা থেকে ৬০০ সিসির একটি বিদেশি অবৈধ মোটরসাইকেলসহ ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের মৃত তমির আলীর পুত্র আব্দুর রহিমকে আটক করে। আটককৃত মোটরসাইকেলের বাজার মূল্যে ৮ লাখ টাকা। পরে মোটরসাইকেলসহ আটককৃতকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব সদস্যরা এবং এসআই আহসান হাবিব বাদী হয়ে আটককৃতকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দাখিল করেন। আটককৃত গাড়ীর ইঞ্জিন নং-১৩*২০০২/২৪*০২২৩ এবং চেচিস নং-১৫১০০০০১১৬২০ টায়ার নং ১৮০১৫৫। ইঞ্জিনের গায়ে মেইড’ইন জাপান লেখা রয়েছে।