প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত কোন লোক না খেয়ে থাকবে না —— মাহমুদ উস সামাদ এমপি

54

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী IMG_4206বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু কথায় নয় কাজে বিশ^াসী। বন্যায় ক্ষতিগ্রস্ত সরকারী ত্রাণ তৎপরতা সহ বিভিন্ন সাহায্যের আশ^াস বাস্তবায়ন করে যাচ্ছেন। ফলে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ভিজিএফ, ভিজিটি ও জিআর-এর চাল প্রদান করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত কোন লোক না খেয়ে থাকবে না।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৩১ আগষ্ট বৃহস্পতিবার দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার, দাউদপুর, সিলাম, জালালপুর, লালাবাজার ও কামালবাজার ইউনিয়নে ভিজিএফ, ভিজিটি ও জিআর-এর চাল বিতরণ পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি শাহ হারুন অর রশীদ, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, জেলা আওয়ামীলীগ নেতা শহীদুর রহমান শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কামালবাজার ইউপির প্রশাসক চন্দন দত্ত, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, মোগলাবাজার ইউপির প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সাবেক চেয়ারম্যান চুনু মিয়া, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিত হোসেন, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, সেলিম আহমদ মেম্বার, রুশন আহমদ মেম্বার, সাদিক মিয়া মেম্বার, আয়ুব হোসেন মেম্বার, আব্দুল হান্নান মেম্বার, কয়েছ আহমদ মেম্বার, আলী ইমাম মেম্বার, নোমানুল ইসলাম সাজু মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, আব্দুল আলী মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, শিউলী বেগম মেম্বার, শিক্ষক আহসাব হাবিব চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, সাথী রাণী, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, লায়েক আহমদ জিকু, সালেহ আহমদ, মঈন উদ্দিন, জুয়েল আহমদ, সুলেহ আহমদ, জাকারিয়া উল হক, হেসেন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি