কানাইঘাটে ঈদ-উল-আযহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ডিজিএম এর সাথে বৈঠক

34

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা জুড়ে পল্লীবিদ্যুতের ঘন ঘন লোড শেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলাবাসী। দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুতের অতিমাত্রার লোড শেডিং এ বিদ্যুৎ গ্রাহক ও উপজেলাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করে আসছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়ে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লার সাথে মতবিনিময় করেছেন আ’লীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম মোল্লার সাথে বৈঠক করেন কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সহ সভাপতি জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন সহ আ’লীগ নেতৃবৃন্দ। বৈঠকে নেতৃবৃন্দ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে চেযারম্যান মস্তাক আহমদ পলাশ বলেন, কানাইঘাটবাসীর ধৈর্য্যরে একটি সীমা আছে যেভাবে ঘন ঘন লোড শেডিং হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ সরবরাহ বিপর্যয়ের কারনে ব্যবসা বাণিজ্য সহ সর্বক্ষেত্রে সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে জনাসাধারণকে। তাই পবিত্র ঈদে কমপক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে পল্লীবিদ্যুতের সর্বস্তরের গ্রাহকরা অফিস ঘেরাও করতে বাধ্য হবে। এ সময় নজরুল ইসলাম মোল্লা তাদের আশ^স্ত করে বলেন, চাহিদার তুলনায় কানাইঘাটে অর্ধেক বিদ্যুৎ রয়েছে। তারপরও আমরা প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাব।