জগন্নাথপুরের শ্রীরামসি ও রাণীগঞ্জে আঞ্চলিক গণহত্যা দিবস পালনের প্রস্তুতি

38

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার স্মৃতি বিজড়িত মিরপুর ইউনিয়নের শ্রীরাসমি ও উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে আঞ্চলিক গণহত্যা দিবস পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। শহীদদের স্বরণে ও তাঁদের রূহের মাগফেরাত কামনা করে জগন্নাথপুর উপজেলা প্রশাসন এবং স্থানীয় স্মৃতি সংসদের উদ্যোগে ৩১ আগস্ট শ্রীরামসিতে এবং ১ সেপ্টেম্বর রাণীগঞ্জে আঞ্চলিক গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মরণ সভা, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল ও প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, ১৯৭১ সালের ৩১ আগষ্ট পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের নিয়ে শ্রীরামসি বাজারে শান্তি কমিটির আহবানে এলাকার শান্তিপ্রিয় লোকজনকে জড়ো করে স্থানীয় একটি বাড়ির পুকুর পাড়ে নিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালায়। এতে প্রায় শতাধিক মানুষ শহীদ হলেও কয়েক জন মরে যাওয়া ভান করে বেচে যান। এ সময় শহীদদের গণকবর দেয়া হয়। দেশ স্বাধীনের পর এখানে শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয় এবং স্থানীয় স্মৃতি সংসদ নামের একটি সংগঠনের উদ্যোগে প্রতি বছর আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হয়ে আসছে। এছাড়া ১ সেপ্টেম্বর একইভাবে রাণীগঞ্জ বাজারে শান্তি কমিটির আহবানে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা এলাকার শান্তিপ্রিয় লোকজনকে জড়ো করে নির্বিচারে গুলি করে হত্যা করে। এতে প্রায় শতাধিক লোক শহীদ হলেও অনেকে বেচে গিয়েছিলেন। তখন শহীদদের লাশ কুশিয়ারা নদীতে ফেলে দেয়া হয়েছিল। দেশ স্বাধীনের পর স্মৃতি বিজড়িত স্থানের পাশে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় এবং প্রতি বছর স্থানীয় শহীদ স্মৃতি সংসদ ও শহীদ-গাজী ফাউন্ডেশনের উদ্যোগে পৃথকভাবে আঞ্চলিক গণহত্যা দিবস পালিত হয়ে আসছে।