সিলেট সরকারী পাইলট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যার্তদের খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ

94

সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষর্থীদের পক্ষথেকে বুধবার (৩০ আগষ্ট) দক্ষিণ সুনামগঞ্জ’র গণিনগর ষোল গ্রাম উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের মধ্যে খাদ্য ও বন্ত্র সামগ্রী বিতরণ করা হয়। গণিনগরের প্রায় ১শত পরিবারকে খাদ্য ও ২ শত  পরিবারকে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
গণিনগর ষোল গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন দাসের সভাপতিত্বে ও সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মাসুদ মিয়া পরিচালনায় ত্রাণ ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী পাইলট স্কুলের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক কবির খান, সহকারী শিক্ষক সুষেন রঞ্জন তালুকদার, আক্তারুজ্জামান, আবু রায়হান, শওকত হোসন, মিলা শাহা, তানজিনা জামান, গণিনগর ষোল গ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুর আলম, আব্দুল হেকিম, ফখরুল মিয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মেহেদি, নাবিল, মুহিত, অমি, রুম্মান, প্রাণ, সৌরভ প্রমুখ। বিজ্ঞপ্তি