জগন্নাথপুরে অবশেষে পশুর হাট ও ঈদ বাজার জমে উঠেছে

43

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে অবশেষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদ বাজার জমে উঠেছে। বুধবার জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড মাঠে পশুর হাট বসে। সরজমিনে দেখা যায়, হাটে দেশীয় গরুর সংখ্যা ও ক্রেতাদের উপস্থিতি তুলনা মূলক বেশি দেখা গেছে। বাজারে বেচাকেনা ভাল হয়েছে বলে বিক্রেতারা জানান। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম একটু কম বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন।
সেই সাথে জমে উঠেছে ঈদ বাজার। জগন্নাথপুর সদর বাজার সহ উপজেলার প্রতিটি হাট বাজারের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া গরম মসলা এবং কামারদের দোকানেও ক্রেতাদের ভীড় দেখা যায়।
যদিও প্রথমে জগন্নাথপুরে পশুর হাট ও ঈদ বাজারে ফসল হানির প্রভাব পড়ে ছিল। তবে শেষ সময়ে এসে পশুর হাট ও ঈদ বাজার জমে উঠায় জন সাধারণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।