ভয়ের কোন কারণ নেই দুর্গত মানুষের পাশে সরকার আছে – প্রতিমন্ত্রী এমএ মান্নান

38

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, এ দেশের মানুষের ভয়ের কোন কারণ নেই। জাতির জনক potoবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। রাজাকারদের জামানা শেষ হয়ে গেছে। বর্তমানে দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্গত মানুষের পাশে আছে। তিনি বলেন, দেশের উন্নয়ন দেখে দুনিয়ার মানুষ প্রধানমন্ত্রীকে প্রশংসা করছেন। অথচ রাজাকারদের ছায়া দুষ্ট লোকেরা জঙ্গিবাদ করছে। তাদের বিষয়ে সবাইকে আরো সতর্ক থাকতে হবে।
বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে নগদ টাকা বিতরণ ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে এর উদ্যোগে রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সিলেট-২ আসনের এমপি ইয়াহিয়া চৌধুরী ইয়াহইয়া, সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। সংস্থার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিউল আলম বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলার পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, সংস্থার উপদেষ্টা এমএ আহাদ, মোবারক আলী, সদস্য আবদুল মুমিন, আমিনুর কোরেশী, রিপন কোরেশী প্রমুখ। পরে সরকারিভাবে জনপ্রতি ১ হাজার করে ২৫০ জনের মধ্যে নগদ টাকা ও সংস্থার উদ্যোগে ৪৫ জনের মধ্যে রিক্সা বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরো বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।