বালাগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের পাল্টা পাল্টি হামলায় আহত ৩

24

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ নেতা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে মোরারবাজারে সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন উপলক্ষে পূর্ব নির্ধারিত এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় কর্মসূচি শেষে সন্ধ্যার দিকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মোরার বাজারের মধ্যস্থানে আসা মাত্র সায়েম আহমদ সুহেলের ওপর হামলা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদসহ কয়েকজন। তাৎক্ষণিক সায়েম সুহেলের অনুসারীরা অন্য পক্ষের নেতাকর্মীদেরকে ধাওয়া করে মোরার বাজারের দক্ষিণ দিকে গিয়ে সেখানে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আহমদ ও ছাত্রদল কর্মি মজনু মিয়ার উপর হামলা করেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দু’পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আরেক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই ঘটনার সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। বালাগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসার খবরে বিবদমান দু’টি পক্ষ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।