মহানগর শিবিরের বিক্ষোভ ॥ মিয়ানমারে মুসলিমদের উপর গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ গ্রহণ করতে হবে

27

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আবুদল্লাহ আল IMG_7394মাহমুদ বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ সন্ত্রাসীরা নিরস্ত্র মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। নারীদকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। পুড়িয়ে দেয়া হচ্ছে মুসলমানদের ঘর বাড়ী মসজিদ মাদ্রাসা। নির্বিচারে লুটপাট করা হচ্ছে। গৃহহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মুসলমান। রাষ্ট্র কর্তৃক নিজ দেশের নাগরীকদের উপর এমন বর্বতা ইতিহাসে নজীরবিহীন। কোন সভ্য রাষ্ট্র এমন বর্বর নজির স্থাপন করতে পারে না। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে আহবান রেখে বলতে চাই, সভ্যতা ও মানবতার বুলি আওড়িয়ে গণহত্যায় নিরব থাকা অত্যন্ত অমানবিক, লজ্জাজনক এবং সভ্যতা ও মানবাধিকারের প্রতি চরম পরিহাস। অবিলম্বে এই গণহত্যা ও নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
মঙ্গলবার সিলেট মহানগর শিবিরের উদ্যোগে মিয়ানমারে মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নগর সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন শাবিপ্রবি সভাপতি ইউসুফ হাসান আকন্দ, নগর সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সিলেট জেলা পশ্চিম সভাপতি মিয়া মুহাম্মদ রাসেল, নগর স্কুল ও সংস্কৃতি সম্পাদক মামুন হুসাইন, এইচ.আর.ডি সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। বিজ্ঞপ্তি