রোটারী কসমোপলিটন ক্লাবের মিনি লাইব্রেরী উদ্বোধন ॥ পৃথিবীকে পরিচালনা করতে জ্ঞান অর্জনের বিকল্প নেই

49

রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী বলেছেন, জ্ঞান-বিজ্ঞানে যারা সমৃদ্ধ তারাই আজ সফলতার স্বর্ণশিখরে আরোহণ করছে। পৃথিবীকে তারাই নেতৃত্ব দিচ্ছেন। রোটারিয়ানদেরকে মানবসেবার পাশাপাশি জ্ঞান অর্জনে অগ্রণী হতে হবে। সমাজ পরিবর্তন এবং মানুষের অবস্থার পরিবর্তনে জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রোটারী ক্লাব সিলেট কসমোপলিটন-এর উদ্যোগে নবাবরোডস্থ আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ক্লাবের মিনি লাইব্রেরী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লাইব্রেরীটি গত শনিবার প্রতিষ্ঠানের একটি হলরুমে উদ্বোধন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মনজুর আহমদ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটারিয়ান রেজাউল করীম চৌধুরী, এডিশনাল সেক্রেটারী রোটারিয়ান মুহাম্মদ আজিজুল হক, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী।
ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ডা. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আইপিপি সাহেদ হোসাইন, রোটারিয়ান ইফতিয়াক হোসেন মনজু, রোটারিয়ান ফাতেহা খানম, রোটারিয়ান এডভোকেট মুহাম্মদ মঈন উদ্দিন, রোটারিয়ান জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি