কমলগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মদন মোহন কলেজের ছাত্র সহ নিহত ২

33

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারর কমলগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ২ নিহত ও আহত হয়েছেন ২ জন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় দ্রুত গতিতে এক মোটর সাইকেলে তিনজন যাত্রী কমলগঞ্জ উপজেলা সদরে যাবার পথে আদমপুর-কমলগঞ্জ সড়কের ঘোড়ামারা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে তিনজন। এতে মোটরসাইকেল চালক সিলেটের মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ এহসাম উদ্দিন সাজু (১৮), কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ছাত্র রহিম (১৯) ও শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ছাত্র আসাদুজ্জান (১৭) গুরুতর আহত হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কলেজ ছাত্র এহসাম উদ্দিন সাজুকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেলের অপর দুই আরোহীকে প্রথমে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত সিলেট এম, এ, জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত সাজু কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মুসলিম মণিপুরী (পাঙাল) সম্প্রদায়ের মোঃ নিজাম উদ্দিনের পুত্র। সে (সাজু) ঈদের ছুটিতে গ্রামের বাড়ী এসেছিলো। সোমবার গ্রামের বন্ধুদেরকে নিয়ে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায়।
অপর ঘটনাটি ঘটেছে, গত রবিবার রাত সাড়ে ৭টায় শমশেরনগর-পতনঊষার সড়কের রেলগেইট ব্রীজ সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সার (নং মৌলভীবাজার থ ১২-১৩৪২) চাপায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারীর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাজমা বেগম কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য (নোয়াগাঁও) গ্রামের আব্দুস ছালিকের স্ত্রী। শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘাতক সিএনজি অটোরিক্সা আটক করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসান পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।