বাহুবলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে টিন ও চেক বিতরণ

32

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান টিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে টিন ও চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক ও বাহুবল প্রেসক্লাব সহ সভাপতি মোঃ সুহেল আহমদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর, সাংবাদিক জুবায়ের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল। এ সময় বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লোকজন উপস্থিত ছিলেন, উপজেলার  সাতকাপন ইউনিয়নের সোয়াইয়া গ্রামের এরশাদ আলীর ছেলে মোঃ কাছুম আলী,মোঃ জবেদ আলীর ছেলে মোঃ দিদার আলী ও বছন মিয়ার স্ত্রী মোছাঃ নাছিমা খাতুন।