নাট্য পরিষদের মতবিনিময় সভায় বক্তারা ॥ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে

42

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ২৭ আগষ্ট রবিবার সন্ধ্যায় শারদা হল সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়াকক্ষে নাট্য কর্মী মতবিনিময় সভার আয়োজন করে। নাট্য পরিষদের অন্তর্ভূক্ত ২২টি দলের সংগঠক ও নাট্যকর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন- সম্মিলিত নাট্য পরিষদ সিলেট সৃষ্টি হয়েছিল আন্দোলন ও সংকটের মধ্য দিয়ে। তৎকালীন সময়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন নামক কালাকালুনের বিরুদ্ধে সিলেটের নাট্যকর্মীরা সেই সময়ে এক কাতারে মিলিত হয়েছিল। আজ ৩৪ বছর অতিক্রম হলেও নাট্যপরিষদ বাঙ্গালী সংস্কৃতির বিকাশ, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম নিয়ে স্ব-মহিমায় এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি ও অপসংস্কৃতির সাথে আপোষ করেনি। তারা বলেন, নাট্য পরিষদ সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে যা যুগ যুগ ধরে বজায় থাকবে।
মতবিনিময় সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট নিহত সকলের প্রতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান, বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়ক রাজ রাজ্জাকের মৃত্যু ও সিলেটের সাংস্কৃতিক সংগঠক ও রাজনীতিবিদ কমরেড বাদল করের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পরিষদের বর্তমান কমিটির বিগত এক বছরের গৃহিত কর্মকান্ড মূল্যায়ন করা হয় এবং সেপ্টেম্বর মাস থেকে প্রস্তাবিত কর্মসূচীগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংগঠনে গঠনতন্ত্র সংশোধন, কর্মশালা আয়োজন, বার্ষিক প্রতিনিধি সভা, বিভাগীয় পথনাট্যোৎসব, বেতার নাটকে অংশগ্রহণ, বিদ্যুৎ কর নাট্যোৎসব, একুশের আলোকে নাট্য প্রদর্শনী, দুই বাংলার আন্তর্জাতিক নাট্যোৎসব, জাতীয় দিবস উদ্যাপনসহ আগামী ২০ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নাট্যকর্মী মতবিনিময় আলোচনায় অংশ নেন- পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন সভাপতি নিরঞ্জন দে যাদু, সংস্কৃতিক সংগঠক এনামুল মুনীর, নাট্য সংগঠক বাবুল আহমেদ, নাট্য পরিষদের সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, নিলাঞ্জন দাশ টুকু, হুমায়ুন কবীর জুয়েল, সুরাইয়া জামান, সিরাজ উদ্দিন সিরুল, মোস্তাক আহমদ, কামরুল হক জুয়েল, ইউসুফ হোসেন, স্বপন বর্মন, শাহীন আহমেদ, দিবাকর সরকার শেখর, সোহাগ যাদু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- নাট্য পরিষদের প্রাক্তন সহ-সভাপতি, খোয়াজ রহিম সবুজ, পরিষদের বর্তমান কোষাধ্যক্ষ ইন্দ্রানী সেন শম্পা, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন তাফাদার, নির্বাহী সদস্য শান্তনু সেন তাপ্পু, অচিন্ত কুমার দে, তন্ময় দে তনু প্রমুখ। বিজ্ঞপ্তি