সিলেটে এবার কোরবানি দেওয়া হবে সাড়ে ৫ লাখ পশু

38

স্টাফ রিপোর্টার :
আসন্ন ঈদুল আযহায় সিলেট বিভাগে এবার প্রায় সাড়ে ৫ লাখ পশু কোরবানি দেওয়া হবে। গত বছরের ঈদে ৫ লাখ ৪২ হাজার ৪৮৭ টি পশু কোরবানি দেওয়া হয়। এমন তথ্য জানিয়েছেন প্রাণীসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক ডা. মো. গিয়াস উদ্দিন।
সিলেটে প্রধানত গরু ও ছাগল কোরবানি দেওয়া হবে বলে জানান তিনি। বন্যা ও ফসলাহানির কারণে ঈদে পশু কোরবানিতে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
কোরবানির চাহিদার তুলনায় সিলেটে অধিক পশু রয়েছে জানিয়ে গিয়াস উদ্দিন বলেন, সিলেটের চার জেলার ৩৯ উপজেলার ৩৬ হাজার ৬১২টি ব্যক্তিগত খামারে ৩ লাখ ৩৮ হাজার ৫১১ টি গরু ও ছাগল হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। এছাড়া পারিবারিকভাবে আরো ৩ লক্ষ গবাদিপশু বিক্রয়ের জন্য প্রস্তুত রয়েছে। ফলে সিলেটে কোরবানির পশুর কোনো সঙ্কট পড়বে না।