ছাতকে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের

26

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে আ’লীগের দু’গ্র“পে সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২৮জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদস্য আজিজুর রহমান শান্ত বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো: সাহেলকে প্রধান আসামি করে এমামলা দায়ের করা হয়। মামলার বাদি জানান, ২২ আগষ্ট সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলের বিরুদ্ধে ইউনিয়নের ২, ৫ ও ৮নং ওয়ার্ড সদস্যদের উপর হামলা, দায়িত্ব পালন ও উন্নয়ন কাজে বাধা দেয়ার প্রতিবাদে ৩টি ওয়ার্ডবাসীর ব্যানারে খাসগাঁও বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের শেষ পর্যায়ে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলের সমর্থকরা বেশ কিছু মোটসাইকেল নিয়ে মহড়া দিলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে আমার (ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত’র) বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা ও গুলি বর্ষণ করেছে।
এদিকে সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের আলকাছ আলীর পুত্র তাজিজুর রহমান বাদি হয়ে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদসহ ৩৬ জনকে অভিযুক্ত করে শুক্রবার ছাতক থানায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি জানান, চেয়ারম্যান বিল্লাল আহমদ কর্তৃক সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মো: সাহেলের উপর দ্রুত বিচার আইনে একটি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ইউনিয়নবাসী ২২ আগষ্ট কালীপুর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ও ইউপি সদস্য আজিুজর রহমান শান্তর নেতৃত্বে মিছিলে সশস্ত্র হামলা করা হয়। হামলাকারিরা মিছিলে আসা লোকজনের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ী গুলিবর্ষণ করে লুৎফুর রহমানসহ ১৫-২০নিরীহ লোককে আহত করা হয়। এ হামলায় ইউনিয়নবাসির আরো অর্ধশতাধিক লোক আহত হয়।