সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার আ’লীগ বিএনপির ১১ মনোনয়ন প্রত্যাশী

60

তাহিরপুর থেকে সংবাদদাতা :
আমি শতভাগ নিশ্চিত দল আমাকে মনোনয়ন দেবে নেতা কর্মীদের কাছে এ রকম বক্তব্য প্রদান করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা (তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ ও ধর্মপাশা ) উপজেলার তৃণমূল নেতাকর্মীদের কাছে টানছেন আওয়ামীলীগ, বিএনপির  নতুন পুরনো ১১ জন মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার জামালগঞ্জ, সাচনা, ভীমখালি, গোলকপুর, ধর্মপাশা, জয়শ্রী, সেলবরস, মধ্যনগর তাহিরপুর, বাদাঘাট, নতুন বাজার সহ বিভিন্ন হাট বজার গুলোতে ও হাটবাজারের মোড় গুলোতে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড। প্রার্থীদের নিজেদের প্রচার প্রচারণার বাইরেও রয়েছে সৌজন্য প্রচার প্রচারণা। নিজ নিজ এলাকায় নেতাদের অনুসারীরা তাদের প্রিয় নেতার মনোয়নন প্রত্যাশায় টানিয়ে দিয়েছেন পোস্টার, ব্যানার, বিলবোর্ড। তাছাড়া গ্রাম থেকে গ্রামে ও গ্রামীণ ছোটখাট হাট-বাজারে সাধারণ মানুষদের সাথে সভা সমাবেশ করছেন দু’দলের মনোনয়ন প্রত্যাশীরা। উৎসুক সাধারণ ভোটারদের মনোনয়ন বিষয়ে নানা প্রশ্নের উত্তরে মনোনয়ন প্রত্যাশীদের একটাই উত্তর “আমি শতভাগ নিশ্চিত দল আমাকে মনোনয়ন দেবে আমি’’।
সামনে ঈদুল আযহাকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় আরও বেশী করে মুখরিত হবে সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জনপদ। এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় ৬ জন মাঠে কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক সংসদ সদস্য এডভোকেট সৈয়দ রফিকুল হক সোহেল, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিনয় ভূষন তালুকদার।
বিএনপির মনোনয়ন প্রত্যাশয় মাঠে কাজ করছেন ৬ জন। তাদের মধ্যে রয়েছেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,ওয়ান ইলিভেনের সংস্কারপন্থী নেতা সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য নজির হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আনিসুল হক, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন।
বড় দু’দলের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন লাভে কেন্দ্রীয় নেতাদের সাথে ও নির্বাচনী এলাকায়  গ্রাম থেকে গ্রামে বিএনপির কর্মী সমর্থক ও ইউনিয়ন-উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। যোগাযোগের ফলে সাধারণ কর্মী সমর্থকরা যেমন উজ্জীবিত হচ্ছেন সেই সাথে আগামী নির্বাচনে প্রস্তুতিও নিচ্ছেন মনে মনে।  ফলে নির্বাচনী হাওয়া বইছে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায়।