প্রেমের নামতা

287

তুষার অপু

বাসার ভেতর বাসা,
আমাদের কাছাকাছি আসা।
প্রেমের নিয়মে প্রেম,
একটা চিঠি লিখে ছিলেম।
চিঠির ছিল না খাম,
ভালোবাসা দিয়ে মোড়ালাম।
ভালোবাসা হলো কাল,
আবারও পুড়লো কপাল।
কপালের কিবা দোষ,
মনে রয়ে গেলো আফসোস!
আফসোসে লাভ নাই-
তার চেয়ে ঘরে ফিরে যাই।
ঘরের ভেতর ঘর,
একদিন তুমি আমি পর।
এতো পর হলে কবে-
এপারে আর কি দেখা হবে?
দেখা, সে নাইবা হলো-
চোখ থেকে চশমা তো খোলো।
চশমাটা নিলো চোখ,
সন্ধ্যায় আমিও বুড়োলোক।
বুড়ো হলে নড়ে দাঁত,
মনে আছে সেই ঝড়ো রাত?
ঝড়ে ঝরে গেলো সব,
যে বা যার প্রেম মিথ্যে ঢপ।
মিথ্যে দিলো অভিশাপ,
সেই থেকে ভালোবাসা পাপ।
পাপ করেছি না জেনে,
রাত যায় বিড়ি টেনে টেনে।
বিড়ির বাড়লো দাম,
কোথা থেকে কোথায় এলাম।
এসেছি যখন দেখি,
হাবিজাবি আরো কিছু লেখি।
লেখালেখি তবে থাক,
প্রেমের দুর্দশা কেটে যাক।
দুর্দশা যদি না কাটে,
চলে যান বটতলা হাটে।
হাটে আছে কবিরাজ,
তাবিজ কবজে হবে কাজ।
কাজটা যদিও মন্দ,
প্রেমে আবার কিসের দ্বন্দ্ব?
দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান,
প্রেমিকাকে দিন পড়া পান।
প্রেম হবে পান খেলে,
সোহাগ করবে কাছে গেলে।
কাছে আরো খুব কাছে,
ধরা খাইলে মাইর আছে!
মার খেলে আমি নাই,
প্রেমের নামতা তো এটাই!!!