অচেনায়

35

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

মোর ভাবনা নীলিমার নীলে
হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়
তার আসা যাওয়া সঙ্গোপনে
কি করে তার ভাব বুঝা যায়।

ঐ উড়ে উড়ে পাখি যারে খোঁজে
তার নাগাল কি খ্ুঁজে পাওয়া যায়
সে রয় অচেনায় অচিন দেশে
সহজে কি আর সে ধরা দেয়।

আমার বুকের ভিতরে অথবা
তোমার হৃদমাঝারে তার বসবাস
থেকে থেকে এদিকে ওদিকে খুঁজে
যায় কি পাওয়া বলো তার আভাস।

ভাবনায় ভাবনায় রঙ মিশিয়ে
সারাবেলার গানে নীলিমায় হারিয়ে
কোথায় মন তারে খুঁজে ফিরে
সে রয়েছে ভাবনায় মায়াতে জড়িয়ে।

মোর ভাবনায় মোর যাতনায়
মিশিয়েছি যত রঙ তার আঁখিজল
উড়ে উড়ে হাওয়ায় ভেসে ভেসে সুদূরে
অস্থির মন পায় কি তার নাগাল।