ডিজিটাল বাংলাদেশের রূপান্তর কর্মসূচিতে সকলকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসতে হবে ————- বদর উদ্দিন কামরান

49

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মসজিদের মিনারে মোয়াজ্জিন যখন ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ উচ্চারণ করছিলেন, ঠিক তখনই ঘাতকের নির্মম বুলেট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল হৃদয়কে ক্ষত-বিক্ষত করছিল। একই সাথে হত্যা করেছিল বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যকে। ’৭৫’র ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের সুবিধাভোগিরা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় এসে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে কমপক্ষে ১৯ বার হত্যার চেষ্টা করে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা সফল হতে পারেনি। ওরা বার বার তাদের অপচেষ্টা অব্যাহত রেখেছে আর জনগণের দোয়ায় আল্লাহ পাক বঙ্গবন্ধু পরিবারকে রক্ষা করছেন। তিনি বলেন, আর শোক নয়, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপান্তর কর্মসূচিতে আমাদের সকলকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসতে হবে।
হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে নগরীর কীন ব্রীজের দক্ষিণ প্রান্তে চাঁদনীঘাট চত্বরে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগরির ২৬নং ওয়ার্ড শ্রমিকলীগ আয়োজিত শোকসভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। জাতীয় শ্রমিকলীগ ২৬নং ওয়ার্ড সভাপতি আবদুল মালেক তালুকদারের সভাপতিত্বে এবং মহানগর শ্রমিকলীগের সাবেক সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপু ও ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি ও জেলা শ্রমিকলীগ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিকলীগ সভাপতি শাহরিয়ার কবির সেলিম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান এবং সিটি কাউন্সিলর আলহাজ্ব তৌফিক বক্স লিপন। প্রধান বক্তা ছিলেন মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন। আমন্ত্রিত অতিথি ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ শেমিম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল-হাদী, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, মহানগর শ্রমিকলীগ নেতা কয়েস আহমদ, জাকির হোসেন, জহিরুল ইসলাম, মাসুম আহমদ তায়েফ, ধ্রুবজ্যোতি দে, ইয়াসিন সুমন, জেলা ট্রাক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মহানগর ট্রাক শ্রমিকলীগ সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর শ্রমিকলীগ নেতা ফয়েজ আহমদ, মাসুম আহমদ, মোশাহিদ খান, আনোয়ার হোসেন, শাকিল তালুকদার, উপজেলা শ্রমিকলীগ নেতা আব্দুল গফফার, ওয়ার্ড শ্রমিকলীগ নেতা আব্দুল জলিল, অপূর্ব চৌধুরী, বকুল মিয়া, শফিউল ইসলাম, শামীম আহমদ, জাতীয় মহিলা শ্রমিকলীগ মহানগর শাখার যুগ্ন আহবায়ক নাসিমা চৌধুরী আতিয়া, নিগার সুলতানা, রেবেকা মাহমুদ দীনা, শারমীন আক্তার, শ্রমিক নেতা ফরহাদ আহমদ, খালেদ আহমদ, জাহাঙ্গীর খান, শমসের আলী, সুপংকর দাশ, তাজুল ইসলাম ও সাঈদ ইকবাল। বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা শাহজাহান ভূইয়া, হাজী জাহাঙ্গীর হোসেন, মোবারক হোসেন, হোছনা বেগম, মোহাম্মদ জাহিদ, নাসিমা বেগম, আঙ্গুরী বেগম, ঝর্ণা বেগম, জ্যোৎ¯œা বেগম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা রুমান আহমদ। বিজ্ঞপ্তি