ওয়ার্ল্ড ফটোগ্রাফী ডে উপলক্ষে রাগীব রাবেয়া মেডিকেল কলেজে আলোকচিত্র প্রদর্শনী

45

ওয়ার্ল্ড ফটোগ্রাফী ডে উপলক্ষে গত শনিবার (১৯ আগষ্ট) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে দিনব্যাপী art copআলোকচিত্র প্রদর্শনী ‘আর্টিস্টিক এ্যাসথেটিক’ অনুষ্ঠিত হয়। কলেজের ১ম থেকে ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের আলাকচিত্র প্রদর্শিত হয়। ২০তম ব্যাচের উদ্যোগে কলেজের কমনরুমে আয়োজিত এ প্রদর্শনীতে নয়শ’ ছবির মধ্যে প্রাথমিকভাবে বাছাই করা ৪০টি ছবি প্রদর্শিত হয়। সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবেদ হোসেন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর শামীমা আক্তার, প্রফেসর একেএম দাউদ, প্রফেসর মো. তারেক আজাদ প্রমুখ। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিচারক মন্ডলী কর্তৃক আব্দুল্লাহ আল মোহাইমিন প্রথম, মাহিন রুহুল্লাহ সাজিদ দ্বিতীয় এবং দিপঙ্কর রায় তৃতীয় পুরস্কার লাভ করেন। বিচারকদের প্যানেলে ছিলেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদুল আমিন, সাধারণ সম্পাদক বাপ্পী ত্রিবেদী ও সাবেক সভাপতি  আব্দুল মোনায়েম।
প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবেদ হোসেন। বিজ্ঞপ্তি