ছাতকে ৭ ফুট লম্বা দু’টি বিধষর সাপ আটক

60

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বন্যার পানির সাথে চারদিকে বিষধর সাপগুলো রাস্তায় বা বাড়ির আঙ্গিনায় প্রকাশ্যে চলাচল করছে। এতে পানিবন্দী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সাপের ভয়ে অনেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাফেরা বন্ধ করে দিয়েছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে গ্রামের পানিবন্দী মানুষ সাপ আতঙ্কে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে ঢুল-বাজনা বাজিয়ে সাপ তাড়াতে ব্যস্ত দেখা গেছে। বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ লোকজন ধাওয়া করে সাপ মারার খবরও পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মরহুম ইদ্রিছ আলীর বাড়ির আঙিনায় কালো গোঘড়া আলদ নামের প্রায় ৭ফুট লম্বা দু’টি বিশাল বিষধর সাপ আটক করে মেরেফেলা হয়েছে। ইদ্রিছ আলীর ছেলে নজরুল ইসলাম আফজলসহ বাড়ির অন্যান্য লোকজনরা জড়ো হয়ে এ দুটি বিষধর সাপকে মারতে সক্ষম হয়েছেন। এনিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সাপ আতঙ্ক।