৩য় দিনের মত সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ॥ এ.বি.এম. খায়রুল হকের দেওয়া বক্তব্য আইনের সুস্পষ্ট লঙ্ঘন

32

সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যে তিক্ত ও প্রতিহিংসামূলক Jatiotabadi Ainjibi Forumসমালোচনা করেছেন তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তাঁর এমন বক্তব্য চাকুরির আচরণ বিধির পরিপন্থী। আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁকে আইন কমিশন থেকে বের করে গ্রেফতারের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মন্ত্রীদের ব্যাপারে সরকারকে কঠিন নীতি অবলম্বন করতে হবে। কারণ আইনের কোনো বিষয় নিয়ে বা বিচার বিভাগের সমালোচনা করার কোনো নৈতিক অধিকার রাখেন না মন্ত্রীরা। সাবেক প্রধান বিচারপতি এ.বি. এম. খায়রুল হককে আইন কমিশন থেকে অপসারণ ও গ্রেফতার, সরকারের মন্ত্রীদের বক্তব্যের মাধ্যমে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণœ করার প্রতিবাদে এবং নি¤œ আদালতের বিচারকদের চাকুরি বিধিমালার গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩য় দিনের মত গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট জেলা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। প্রতিবাদ সভা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট-এর সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক’র সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এডভোকেট নূরুল হক, এডভোকেট আব্দুল গাফফার, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, এডভোকেট আবুল ফজল, এডভোকেট এখলাছুর রহমান, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট মহসিন আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মুকিত, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট আব্দুল্লাহ হেলাল, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট ইউসুফ খান প্রমুখ। প্রতিবাদ সভায় একটি মিছিল আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এবং শেষে সভাস্থলে মিলিত হয়। সভায় নেতৃবৃন্দ দেশবিরোধী সকল ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি