মদন মোহন কলেজের সাবেক ভিপি আলা উদ্দিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

48

নগরীর ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমার বরইকান্দির গাঙ্গুয়া গ্রাম নিবাসী মরহুম আব্দুন নূর কন্ট্রাক্টারের ২য় পুত্র, Ala Uddin Picএডভোকেট এটিএম ফয়েজের বড় ভাই, সিলেট মদন মোহন কলেজের সাবেক ভিপি আলা উদ্দিন আহমদ ১৫ আগষ্ট মঙ্গলবার বিকেল ৫টার সময় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য-আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম আলা উদ্দিন ৭ ভাই-বোনের মধ্যে ২য়।
মরহুমের নামাজে জানাযা ১৬ আগষ্টপ বুধবার বাদ জোহর বরইকান্দি আনছর মিস্ত্রী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, মরহুমের ছোট ভাই এডভোকেট এটিএম ফয়েজ, কামাল হাসান জুয়েল। জানাযায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, দক্ষিণ সুরমা থানার ওসি শাহ মোঃ হারুনুর রশীদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, এড. নাসির উদ্দিন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারন সম্পাদক হাজী রইছ আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ মুকুল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মকন মিয়া, বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন, তেতলী ইউপি চেয়ারম্যান উছমান আলী, অলংকারী ইউপির চেয়ারম্যান লিলু মিয়া, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও পুনবার্সন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক ভিপি আব্দুল হামিদ কটু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সুরমান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু প্রমুখ। জানাযায় ইমামতি করেন শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী। জানাযায় রাজনীতিবিদ, সাংবাদিক, সমজসেবী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তি