বিশ্বম্ভরপুরে ২ চোরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ

35

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ ২ চোরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। বুধবার সকালে কোর্ট হাজতে প্রেরণকৃত ঐ দুই চোরকে জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত হামিদুল হকের পুত্র সবুজ মিয়া (৪৫) ও আব্দুল আলীর পুত্র আলাল উদ্দিন (৫০)। পুলিশ জানায়, গত ১৪ আগষ্ট সোমবার রাত ৩টায় কাপনা গ্রামের আব্দুল হালিমের বাড়ীতে বসত ঘরের সিটকারী ভেঙ্গে ঘরের স্টিলের আলমীরা হতে তার পিতার নামীয় একখানা লাইসেন্সকৃত বন্দুক, ধানচাল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় সোয়া ২ লাখ টাকার মালামাল চুরি করে নেয় অজ্ঞাত চোরদল। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষদের প্রত্যক্ষ মদদে চুরির ঘটনা সংগঠিত হতে পারে মর্মে পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অজ্ঞাত চোরদের বিরুদ্ধে গৃহস্থ আব্দুল হালিমের দায়েরকৃত অভিযোগটিকে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪৫৭/৩৮০ ধারায় বিশ্বম্ভরপুর থানার মামলা নং ৫ (জিআর ১০৮/২০১৭) হিসেবে এফআইআর করে। পরে থানার অফিসার ইনচার্জ মোল্লা মুনির হোসেনের নির্দেশে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) নবগোপাল দাশ সরজমিন তদন্তের পর ঐ দুই চোরকে আটক করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরো ৪টি মামলা বিচারাধীন আছে।