সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত নগরীর নিচু এলাকা প্লাবিত

25

স্টাফ রিপোর্টার :
সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর দুকূল উপচে নগরীর নিচু এলাকায় পানি প্রবেশ করছে। উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নগরীর নিচু এলাকায় বন্যার পানি বাড়ছে। এ কারণে পরিস্থিতি আরো অবনতির আশংকা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে নতুন করে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হতে শুরু করেছে।
সিটি কর্পোরেশনের একটি সূত্র জানায়, বন্যার পানি নগরীর মাছিমপুর, কালিঘাট, শিবগঞ্জ, উপশহর, মেন্দিভাগ, তেররতন , কদমতলী ও গোটাটিকর এলাকায় প্রবেশ করেছে। এছাড়া সিটি মার্কেটের পানি প্রবেশ করায় জলাবদ্ধতার কারণে পানি নামছে না। পুরো মার্কেটের নিচ তলার ব্যবসা-প্রতিষ্ঠান কয়েকদিন ধরে বন্ধ রয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাটে সুরমা নদী বিপদসীমার ৯৪ সেন্টিমিটার, সিলেটে সুরমা বিপদসীমার ৪৫ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা বিপদসীমার ৬৯ সেন্টিমিটার, অমলসীদে কুশিয়ারা বিপদসীমার ৭৩ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ারা বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরীতে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণ হয়েছে।