জাতীয় শোক দিবসে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় দোয়া মাহফিল

23

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) আয়োজিত সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুর ২.৩০ মিনিটের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের শহীদের রুহের মাগফেরাত কামনা করে কোরআনে খতম, বিশেষ মোনাজাত ও শিরণী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মী, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হায়দার মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদ, যুবলীগের সিনিয়র সদস্য ফারুকুল ইসলাম ফারুক, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুমান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, মেলার প্রধান সম্বয়নকারী এম এ মঈন খান বাবুল, সৈয়দ আলতাফুর রহমান, শহীদুল ইসলাম খান পিন্টু, সালিম উদ্দিন, শামীম আহমদ শাহীন, সমন্বয়কারী হিমাংশু মিত্র, নাজমিন ইসলাম, গ্রাসরুট’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট নুর আক্তার বানু ও শাহনাজ বেগম, সুমনা হক, কাজলি বারিক, সমিতা ভূমিজ, মোছা: আসমা বেগম, নিপু বিশ্বাস, জুলি বারকি, শিউলি আখতার, লাভলি আক্তার, লাবনী বেগম প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বাছিত। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট মঙ্গলবার মেলার পূর্ব নির্ধারিত র‌্যাফেল ড্র কার্যক্রম বন্ধ ছিল। আজ বুধবার থেকে আবারও পুনরায় কার্যক্রম শুরু হবে। মেলায় বুধবার ১৬ আগষ্ট বিজয়ীদের মধ্যে ১০ মোটর সাইকেল সহ ৭১টি পুরস্কার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি