ছাতকে আ’লীগের দু’গ্রুপের পৃথক জাতীয় শোক দিবস পালন

31

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করেছে আ’লীগের দু’গ্র“প। উপজেলা আ’লীগের দু’গ্র“পের নেতা-কর্মীরা পৃথক ভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন করেছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ছাতক পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী গ্র“পের নেতা-কর্মীরা শোক র‌্যালী বের করে। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মন্ডলীভোগ দলের অস্থায়ি কার্যালয় শেষ হয়। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আবদুল ওদুদ, আখলাকুর রহমান, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, ধন মিয়া, সুদিপ দেসহ আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বিকেল সাড়ে ৫টায় ছাতক উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আ’লীগের অপরাংশের আহবায়ক ছানাউর রহমান ছানার সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রশিদ আহমদের পরিচালনায় জাতীয় শোক দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বক্তব্য রাখেন, সিলেট মহানগর আ’লীগের সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনু, আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আবু শাদাত মো. লাহিন মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতা আইয়ুব করম আলী, আ’লীগ নেতা ও ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আবদুল মছব্বির, শায়েস্তা মিয়া, আবদুল হেকিম, বিল্লাল আহমদ ও মুরাদ হোসেন প্রমুখ। শোক সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যোগদান করেন। শোক সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুগের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আ’লীগ নেতা আবদুল খালিক।