বঙ্গবন্ধুকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তারা দেশ ও জাতির শত্র“ ———- অতিরিক্ত বিভাগীয় কমিশনার

50

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর DSC_0266রহমানের নেতৃত্বে যে জাতি গঠিত হয়েছে, সেই বঙ্গবন্ধুকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তারা দেশ ও জাতির শত্র“। বীর সেনানী ও ন্যায্য দাবী আদায়ের যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমাদের সম্মান ও শ্রদ্ধা করতে হবে। তিনি বলেন, জাতি গঠনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিতে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি ১৪ আগষ্ট সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. নাজরা চৌধুরী যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও ডকুমেন্টারী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও এ.কে.এম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছমা কামরান। বক্তব্য রাখেন মহানগর আওয়ামলীগের উপদেষ্টা সালা উদ্দিন সালাই বকস, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি সালমা বাসিত, ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের সভাপতি রেশমা জান্নাতুল রুমা। স্বাগত  বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা ওবঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. নাজরা চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি বেগম শামসুননাহার, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ সাহেল, জেলা যুবলীগ নেতা মিঠু মোহন দেব, মহানগর আওয়ামীলীগ নেতা শেখ আখতারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনোয়ার আলী প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হারুনুর রশীদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সোনার বাংলা শপথ বাক্য পাঠ করান ডা. নাজরা চৌধুরী। পরে ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি