দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিয়ানীবাজারে কলেজ শিক্ষার্থী আহত

35

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা  :
বিয়ানীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে গতকাল রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়। রবিবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত মাহবুবুর রহমান আলভী (১৭) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বড়গ্রামের শরফ উদ্দিনের পুত্র।
সূত্রে জানা যায়, রবিবার আলভী স্থানীয় বড়গ্রাম জামে মসজিদে এশার নামাযের পর মহিলা কলেজের সামনে দর্জির দোকানে ছোট ভাইয়ের শার্ট আনতে যায়। শার্ট নিয়ে আসার পথে বড়গ্রাম থেকে পাতনমুখী মোটরসাইকেলে আসা হ্যালমেট পড়া দুই তরুণ তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে সে চিৎকার করে। তার চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা আলভীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলভীকে উদ্ধার করে তার পিতাকে খবর দিলে তিনি আলভীকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলভীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট প্রেরণ করেন। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আলভীর পিতা জানান, তিনি এ ঘটনায় বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।