মহানগর ছাত্রলীগের সংবাদ সম্মেলন ॥ জামায়াত-শিবিরের অপরাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

22

স্টাফ রিপোর্টার :
মহানগরীর অন্তর্গত সকল ইউনিটকে জামায়াত-শিবিরের অপরাজনীতির বিরুদ্ধে press con pic 09.08.17কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ। আগামী ১৭ আগষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিয়ে ছাত্র সমাবেশ সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। দুই কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় জামাত-শিবিরকে দায়ী করে মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, জামায়াত-শিবিরের নৃশংস হামলার শিকার তাহসান আহমেদ শাহীন ও আবুল কালাম আসীফ সিলেট মহানগর ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। গত সোমবার নগরীর জালালাবাদ কলেজের সামনে ছাত্রলীগের এই দুই কর্মীকে জামায়াত শিবির কর্তৃক গুরুতর আহত করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলার সাথে জড়িত সকল জামায়াত-শিবির কর্মী ও মদদদাতা শিক্ষকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানায় মহানগর ছাত্রলীগ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান।
লিখিত বক্তব্যে বলা হয়, আহত শাহীন ও আসীফ জালালাবাদ কলেজকে শিবিরমুক্ত করতে বিভিন্ন প্রগতিশীল কার্যক্রম ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। পরবর্তীতে কলেজের জামাত-শিবির পন্থী অধ্যক্ষ ও কিছু শিক্ষক তাদের কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে তাদের দেখা করতে বলেন। শাহীন ও আসীফ দেখা করতে কলেজে আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী জামায়াত-শিবির কর্মীরা তাদের ওপর নৃশংস হামলা চালায়। তাদের হাত ও পায়ের রগ কেটে দেয়। হামলায় আহত দরিদ্র কৃষক পরিবারের ছেলে শাহীনের এক হাত কেটে ফেলা হয় এবং এক পা অকেজো হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। আহত আসীফ মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে। তারা বলেন, শুধু তাই নয় জামায়াত-শিবির এম সি কলেজ ছাত্র সংসদের ভিপি খায়রুজ্জামান খসরু, মনির, তপন, জুয়েল, সৌমিত্র বিশ্বাস, জগৎজোতি তালুকদার, অরুন দেবনাথ সাগর, শিহাব আল মামুনসহ আরো অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মীর উপর নৃশংস হামলা চালিয়েছে। তারা জামাত-শিবিরকে গণতন্ত্রের জন্য ক্ষতিকারক উল্লেখ করে বলেন, এরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বায় করে না। জামায়াত-শিবির গণতন্ত্রের মুখোশ পরে মৌলবাদ, জঙ্গিবাদ বিস্তার করে যাচ্ছে। মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে এদের অপরাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সংগঠনের নেতা-কর্মীদের আহবান জানান। সংবাদ সম্মেলেনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক জাহেদ ও শাহ আলম শাওন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।