ছাতকে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

28

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন অফিসের অস্থায়ী সহকারিকে আহত করে লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতের চাচাতো ভাই শামিম আহমদ বাদি হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন। জানা যায়, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ছোট পলির গাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র ও একই ইউনিয়ন অফিসের দায়িত্বরত অস্থায়ী অফিস সহকারি ২৭জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় তার সাথে ছিলেন একই গ্রামের মৃত জবান উল্ল্যার পুত্র আশিক মিয়া। তারা ছোট পলিরগাঁও গ্রামের পশ্চিমের রাস্তায় পৌঁছামাত্র পূর্ব শত্র“তার জের ধরে আশিকুর রহমান ও মর্তুজ আলীর নেতৃত্বে আঙ্গুর আলমের উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে ধারলো অস্ত্র দিয়ে মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায় তারা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদি বলেন, হামলাকারিরা আঙ্গুরকে আহত করে তার কাছে থাকা নগদ ১ লক্ষ ৪০ হাজার ও সাথে থাকা আশিক মিয়ার কাছ থেকে আরো ১ লক্ষ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় ছোট পলিরগাঁও গ্রামের শফিকুল ইসলামের পুত্র আহতের চাচাতো ভাই শামিম আহমদ বাদি হয়ে একই গ্রামের মৃত আব্দুস ছোবহানের পুত্র ও স্থানীয় এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমানকে প্রধান আসামি করে থানায় ১৩জনের নাম উল্লেখ করে একটি মামলা নং-৪৩, তাং-২৯,০৭,২০১৭ইং দায়ের করেন। মামলার প্রধানসহ বিভিন্ন আসামী প্রকাশ্যে ঘুরাফিরা করলেও এ পর্যন্ত কোন আসামিকে পুলিশ গ্রেফতার করতে না পারায় হতাশায় পড়েছেন বাদি ও তার পরিবার।