বিশ্বনাথে পুলিশ সুপার ॥ জঙ্গিবাদ, মাদক ও জুয়াড়ীদের সঙ্গে আপোষ নেই

50

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথ থানা কম্পাউন্ডে গতকাল সোমবার বিকেলে ওপেন হাউজ-ডে ও কমিউনিটি পুলিশিং’র সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আ.ক.ম বসুনিয়া ও (ওসমানীনগর সার্কেল) কবির আহম্মেদ। বক্তব্যকালে পুলিশ সুপার বলেন, বিশ্বনাথকে অপরাধমুক্ত করতে হলে পুলিশকে সহযোগিতা করতে হবে।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও ওসি (তদন্ত) কামাল হোসেনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি পংকি খান, অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যক্ষ নেহারুন নেছা, ইউনিয়ন চেয়ারম্যান আমির আলী, নাজমুল ইসলাম রুহেল, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, কাজী জামাল উদ্দিন, নাজমুল ইসলাম মকবুল, সাইফুল ইসলাম বেগ, আ’লীগ নেতা আসাদুজ্জামান, বিএনপি নেতা আব্দুল হাই, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, যুবলীগ নেতা আলতাব হোসেন, ব্যবসায়ী জয়নাল মিয়া, তোফাজ্জুল হোসেন ভান্ডারী, ফয়জুল ইসলাম, শ্রমিক সংগঠক হাবিবুর রহমান, শানুর আলী।