জগন্নাথপুরে পত্রিকা দিতে বিলম্ব করায় হকার শিশুকে পেটালেন ব্র্যাক কর্মচারী

42

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পত্রিকা দিতে বিলম্ব করায় এক শিশু হকারকে মাটিতে ফেলে Dd32পেটালেন ব্র্যাক কর্মচারী। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে প্রতি দিনের মতো জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় অবস্থিত এনজিও সংস্থা ব্র্যাক জগন্নাথপুর শাখা অফিসে পত্রিকা নিয়ে যায় তামিম আহমদ (১২) নামের এক শিশু হকার। এ সময় পত্রিকা দিতে বিলম্ব হওয়ায় ব্র্যাক অফিসের কুরিয়া সার্ভিস কর্মচারী ইমন রানা সাদ্দাম (৩০) পত্রিকা বিক্রেতা শিশু তামিমকে মাটিতে ফেলে মারপিট করেন। পরে স্থানীয় জনতা আহত শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে আহত শিশু তামিম জানায়, প্রতি দিনের মতো ব্র্যাক অফিসে পত্রিকা দিতে একটু বিলম্ব হওয়ায় সাদ্দাম আমাকে গালিগালাজ করে মাটিতে ফেলে মেরেছে।
এ ব্যাপারে এনজিও সংস্থা ব্র্যাক জগন্নাথপুর উপজেলা এরিয়া ম্যানেজার তাজ উদ্দিন বলেন, এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে সাদ্দামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনাটি অফিসের বাহিরে হয়েছে এবং সাদ্দাম আমাদের স্থায়ী কর্মচারী নয়।
এদিকে-এ খবর ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের পক্ষের প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। এছাড়া পৃথকভাবে ক্ষোভ ও  নিন্দা জানান, জগন্নাথপুর উপজেলা হকার সমিতির সভাপতি নিকেশ বৈদ্য। বিবৃতিদাতারা বলেন, যে ব্র্যাকে রয়েছে আইনী সহায়তা কেন্দ্র। তারা নির্যাতিত মানুষকে আইনী সহায়তা দিয়ে থাকে। সেই ব্র্যাকের কর্মচারী কিভাবে আইনকে হাতে নিয়ে একটি শিশুকে বেধরকভাবে পেটালেন। তা আমাদের বোধগম্য নয়।